ব্যাপক হারে চোখ ওঠা রোগ ছড়িয়ে পড়ায় পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকারের শিক্ষা মন্ত্রণালয়। প্রদেশটিতে মোট স্কুলের সংখ্যা ৫৬ হাজারেরও বেশি।

মন্ত্রণালয়ের মুখপাত্র জুলফিকার আলী বার্তাসংস্থা এএফপিকে বুধবার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘যেহেতু এটি খুবই ছোঁয়াচে রোগ, তাই শিক্ষার্থীদের স্বাস্থগত সুরক্ষার ব্যাপারটি গুরুত্ব দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার ছিল এসব স্কুলের শেষ কর্মদিবস। আগামীকাল বৃহস্পতবার থেকে বন্ধ থাকবে স্কুলগুলো।

পাকিস্তান পাঞ্জাবের মোট জনসংখ্যা প্রায় ১২ কোটিচ ৭০ লাখ। প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পাঞ্জাবে ৩ লাখ ৫৭ হাজারেরও বেশি চোখ ওঠা রোগী শনাক্ত হয়েছে।

পাঞ্জাবে সরকারি স্কুলের সংখ্যা ৫৬ হাজার। এছাড়া বেসরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল রয়েছে আরও কয়েক হাজার। সবগুলো স্কুলেই কার্যকর হবে এই নির্দেশনা।

জুলফিকার আলী জানিয়েছেন, আপাতত ৪ দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ শেষ হওয়ার পর সোমবার যখন স্কুল খুলবে— সে সময় প্রত্যেক শিক্ষার্থীর চোখ পরীক্ষার পর স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে।

এই পরীক্ষার ফলাফল যদি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে আরও লম্বা সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হবে স্কুলগুলো।

‘আমরা আশা করছি মন্ত্রণালয়ের এই পদক্ষেপ পাঞ্জাবে চোখ ওঠা রোগের ছড়িয়ে পড়া রোধে সহায়ক হবে,’ এএফপিকে বলেন জুলফিকার আলী।

এসএমডব্লিউ