‘হিন্দুরা কানাডা ছাড়ো!’ খালিস্তানিদের বিক্ষোভে ৮৫’র ভয়াল স্মৃতি
কানাডার শিখ ও খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের দিকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই খলিস্তানপন্থীদের বিক্ষোভে উত্তাল হয়েছে কানাডা। শিখস ফর জাস্টিস নামে সংগঠনের ব্যানারে বিক্ষোভ থেকে এবার ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের কানাডা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিজ্জরের ঘনিষ্ঠ এক বন্ধু গুরপতওয়ান্ত পান্নুন এক ভিডিও বার্তায় বলেন, ‘ইন্দো হিন্দু কানাডা ছাড়ো। তোমরা ভারতে চলে যাও। তোমরা শুধু ভারতকে সমর্থন করছ এমনটাই নয়, তোমরা খালিস্তানপন্থীদের বাক স্বাধীনতাতেও আঘাত হানছ। এমনকি নিজ্জরের খুনের উদযাপনের মাধ্যমে তোমরা উৎসব করেছ।’
বিজ্ঞাপন
এদিকে এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ইন্দো কানাডিয়ান কমিউনিটি বিশেষ করে হিন্দুদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। কানাডিয়ানস হিন্দুস ফর হারমনির মুখপাত্র বিজয় জৈন বলেন, ‘আমরা তো এখন বিদেশে হিন্দুফোবিয়া দেখছি।’
কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রভাব নিয়ে তিনি বলেন, আবার সেই ১৯৮৫ সালের পরিস্থিতি মনে পড়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সেবার বোমা ফেলা হয়েছিল। মন্ট্রিল থেকে লন্ডনে যাচ্ছিল সেই বিমানটি। তখন ২৩ জুন খালিস্থানি চরমপন্থীরা এতে বোমা বর্ষণ করেছিল। বেশিরভাগ বিমানের অংশই উত্তর সাগরে নিমজ্জিত হয়েছিল। ৩০৭ জন যাত্রী ও ২২ ক্রু মারা গিয়েছিলেন।
ন্যাশানাল ডেইলি দ্য গ্লোব অ্যান্ড মেইলে অ্যান্ড্রিউ কয়নে বলেন, কানাডায় শান্তি বজায় রাখা খুব দরকার। প্রচুর শিখ কানাডিয়ানস রয়েছেন যারা নিজ্জরের খুনের ঘটনায় বিচলিত।
কানাডার মন্ত্রী অনিতা আনন্দ তিনি নিজেও হিন্দু। তিনি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রেসিডেন্ট অব দ্য ট্রেজারি বোর্ড জানিয়েছেন, এখন আইনি প্রক্রিয়া শুরু করার সময়। আপনারা শান্ত থাকুন।
সূত্র: হিন্দুস্থান টাইমস
এমএসএ