যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন (ফাইল ছবি)

গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে থাকায় পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এছাড়া নিজের বয়স সম্পর্কে অন্যদের উদ্বেগের বিষয়টিও স্বীকার করে নিয়েছেন মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) নিজের নির্বাচনী কর্মকাণ্ডের জন্য নিউইয়র্কে তহবিল সংগ্রহের সময় বাইডেন এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্ব নেতাদের সাথে বৈঠকের জন্য নিউইয়র্ক সফর করার সময় তার পুনঃনির্বাচনের প্রচারণার জন্য নগদ অর্থ সংগ্রহ করছেন এবং সোমবার সেখানেই তার বয়স সম্পর্কে উদ্বেগও স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখনও ঝুঁকির মধ্যে থাকায় তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট বাইডেন তার সমর্থকদের বলেন, ‘অনেক লোক আমার বয়সের দিকে মনোযোগী বলে মনে হচ্ছে। ভালো, আমি এটা বুঝতে পারি। বিশ্বাস করুন, আমার বয়সের বিষয়টা আমি যে কারও চেয়ে ভালো জানি।’

২০২৪ সালের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। অন্যদিকে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হতে আবারও নির্বাচনের লড়াইয়ে নামার কথা বহু আগে থেকেই বলে আসছেন জো বাইডেনও।

২০২০ সালের সর্বশেষ নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করেছিলেন বাইডেন। তবে অতীতের সেই পরাজয়ের পরও আগামী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে এবার জনমত জরিপে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

আর তাই সামনের বছরের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প ফের মুখোমুখি হতে পারেন।

সোমবার বাইডেন বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কারণ গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে। এ বিষয়ে কোনও প্রশ্নই থাকা উচিত নয় যে, ডোনাল্ড ট্রাম্প এবং তার এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা আমেরিকান গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। এবং আমি সর্বদা আমাদের গণতন্ত্রকে রক্ষা করব, সমুন্নত রাখব এবং (গণতন্ত্রের জন্য) লড়াই করব।’

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখতে নেতাদের চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়াতেও বিশ্বকে একত্রিত করার চেষ্টা করেছেন মার্কিন এই প্রেসিডেন্ট।

জো বাইডেন বলেন, ‘আমি পুতিনের মতো স্বৈরশাসকের পাশে থাকব না। হয়তো ট্রাম্প এবং তার এমএজিএ বন্ধুরা মাথা নত করতে পারে, কিন্তু আমি করব না।’

টিএম