শীতে হামলা চালাতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া
আসন্ন শীতে ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে রাশিয়া ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১৬ সেপ্টেম্বর) গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে ব্রিটিশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনো বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা মস্কোর আছে।
বিজ্ঞাপন
গত বছর শীতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল রুশ বাহিনী। এতে পুরো শীত বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয়েছিল সাধারণ মানুষকে। এ বছরও শীতে রাশিয়া এমন পরিকল্পনা করছে।
এ ব্যাপারে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিভিন্ন সূত্রের প্রতিবেদন বলছে, এপ্রিল ২০২৩ থেকে এই হামলার তীব্রতা কমে এসেছিল। তখন রাশিয়ার নেতৃবৃন্দ ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছিল।’
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘রাশিয়ার বিপুল পরিমাণ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে। বড় সম্ভাবনা রয়েছে, রাশিয়া এ বছরও ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবে।’
এদিকে রাশিয়া যেন অস্ত্র উৎপাদন করতে না পারে সে লক্ষ্যে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। কিন্তু এখন বোঝা যাচ্ছে, মস্কো সেসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নিজেদের অস্ত্র উৎপাদন অব্যাহত রাখতে পেরেছে। আর এ কারণে গত বুধবার ইউক্রেন পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে, রাশিয়ার ওপর যেন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং সেগুলো বাস্তবায়নে কাজ করা হয়।
সূত্র: সিএনএন
এমটিআই