তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: দায় নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ট্রাক চালক
তাইওয়ানে গত কয়েক দশকের মধ্যে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় ৪৮ জনের প্রাণহানির জন্য দায়ী ট্রাকের চালক ক্ষমা চেয়েছেন। রোববার পুলিশ বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে কান্না করে ক্ষমা চান চালক লি ইহসিয়াং।
তাইওয়ানের রেলওয়ে প্রশাসন জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে ৮ বগিবিশিষ্ট ট্রেনটি সুড়ঙ্গের প্রবেশ মুখে একটি নির্মাণসামগ্রী বহনকারী ট্রাকে আঘাত হানে। ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় সুড়ঙ্গের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় জীবিতদের উদ্ধারে বেগ পোহাতে হয় উদ্ধারকর্মীদের।
বিজ্ঞাপন
রাজধানী তাইপে থেকে টাইটুং শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। কর্তৃপক্ষ বলছে, ট্রেনটিতে ৪৯০ যাত্রী ছিলেন; যাদের অনেকেই পর্যটক। সাপ্তাহিক ছুটি কাটাতে বাড়ি ফিরছিলেন তারা। ট্রেনে আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন।
কর্তৃপক্ষ বলছে, সুরঙ্গের মুখে নির্মাণ সামগ্রী পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক পার্কিং করে রাখা ছিল। ট্রাকটি যথাযথভাবে পার্ক করে না রাখায় সেটি রেল লাইনে চলে আসে। এর ফলে সুরঙ্গের মুখে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৪৮ জন নিহত ও আরো দুই শতাধিক যাত্রী আহত হন।
হুয়ালিয়েন পার্বত্য অঞ্চলের ওই সুরঙ্গের মুখে ট্রাকটি কীভাবে রেললাইনে চলে এসেছিল সেবিষয়ে জানতে দেশটির পুলিশ এখন চালক লি ইহসিয়াংকে জিজ্ঞাসাবাদ করছে। তবে দেশটির দুর্যোগ ও ত্রাণ কেন্দ্র বলছে, ট্রাকটির ইমারজেন্সি ব্রেক সঠিকভাবে কাজ করছিল না।
রোববার পুলিশ যখন ট্রাকের চালক লিকে বাসা থেকে ধরে নিয়ে যায়, তখন তাকে কান্না করতে দেখা যায়। কাঁদতে কাঁদতে তিনি বলেন, এ বছরের টোম্ব সুইপিং হলিডের সময় তাইওয়ান রেলওয়ে প্রশাসনের তারোকো ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার জন্য আমি দায়ী। এই দুর্ঘটনার কারণে হতাহত হয়েছে। এ জন্য আমি গভীরভাবে দুঃখপ্রকাশ ও আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।
তিনি বলেন, তদন্তকাজে আমি কর্তৃপক্ষকে পুরোদমে সহায়তা করবো। এই দুর্ঘটনার দায় আমার। ওই দুর্ঘটনার পরপরই আদালতের নির্দেশে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। রোববার তাইওয়ানের সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সি বলছে, আদালতের ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
দুর্ঘটনার শিকার ট্রেনটিতে ৪৯৪ জন যাত্রী ছিলেন। এই দুর্ঘটনায় উদ্ধারকারীরা প্রাথমিকভাবে ৫১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে। কিন্তু দেশটির কেন্দ্রীয় ইমারজেন্সি অপারেশন সেন্টার বলছে, দুর্ঘটনায় ৪৮ জন নিহত হয়েছেন।
ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তাইওয়ানের পরিবহন মন্ত্রী লি চিন লুং বলেছেন, উদ্ধারকাজ শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করবেন। দুর্ঘটনার পুরো দায় নিয়েছেন তিনি। লি চিন বলেন, ‘গত কয়েকদিনের সব সমালোচনা আমার মেনে নেওয়া উচিত। আমরা যথেষ্ট ভালো কাজ করতে পারিনি।’
তাইওয়ানে সর্বশেষ এ ধরনের বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ২০১৮ সালে। ওই বছর দেশটির পূর্বাঞ্চলের ইলান শহরে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জনের প্রাণহানি ঘটে। তার আগে ১৯৯১ সালে মিয়াওলি শহরে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী নিহত এবং শতাধিক আহত হন।
সূত্র: স্কাই নিউজ, রয়টার্স।
এসএস