৮ শতাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া মরক্কোর ভূমিকম্পের একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র সম্প্রতি ভাইরাল হয়েছে এক্স (সাবেক টুইটার) ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে। ভূমিকম্পের একদম শুরুর দিকের চিত্র উঠে এসেছে সেই ফুটেজে।

২৮ সেকেন্ড ব্যাপ্তীর সেই ভিডিও ফুটেজটিতে দেখা গেছে, লোকজন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছেন, কেউ বা বসে আছেন রাস্তার ধারের বেঞ্চিতে; হঠাৎই শুরু হলো কম্পন এবং তার জেরে সড়কের পাশের ভবনগুলোর ইট-পাথর-পলেস্তারা ভেঙে পড়তে লাগল, লোকজনও ছোটাছুটি শুরু করলেন।

শুক্রবার রাত ১১ টা ১১ মিনিটে মরক্কোয় আঘাত হানে প্রথম ভূমিকম্পটি। রিখটার স্কেলে সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। প্রথমটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। দ্বিতীয়টির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল ছিল মরক্কোর পশ্চিামাঞ্চলের উচ্চ অ্যাটলাস পর্বতমালায়। ভূপৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। মরোক্কার চতুর্থ বৃহত্তম শহর মারাকেশ থেকে এই উচ্চ অ্যাটলাস পার্বত্য অঞ্চলের দূরত্ব ৭১ কিলোমিটার।

মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির পশ্চিমাঞ্চলে উচ্চ অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলের ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে ছিল ভূমিকম্প দু’টির উৎপত্তিস্থল। মরক্কোর প্রধান পর্যটন শহর মারাকেশ থেকে ইঘিলের দূরত্ব ৭১ কিলোমিটার।

মারাকেশ বেশ প্রাচীন শহর। শহরের অধিকাংশ ভবনই পুরনো এবং এই শহরটিতে জাতিসংঘ ঘোষিত একাধিক বিশ্ব ঐতিহ্যের নিদর্শন রয়েছে।

ভূমিকম্পে এ পর্যন্ত ৮২০ জন নিহতের সংবাদ পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ৬ শতাধিক। মারাকেশ, ইঘিল, ওউয়ারিজাজাতেসহ মরক্কোর বেশ কিছু শহর এই ভূমিকম্পের জেরে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

এসএমডব্লিউ