মরক্কোতে শক্তিশালী ভূমিকম্প
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কো। রিখটার স্কেলের রেকর্ড অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। শক্তিশালী এ ভূমিকম্পে রাবাত থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিতেও কম্পনের সৃষ্টি হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারিভাবে কোনো প্রাণহানির খবর জানানো হয়নি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় ভূমিকম্পটি সংঘটিত হয়।
আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল বলে জানিয়েছে মার্কিন এ সংস্থাটি।
— AlertesInfos (@AlertesInfos) September 8, 2023
যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে— এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের পর মারাখেস পুরাতন শহর থেকে ক্ষয়ক্ষতির খবর আসে। পুরোনো ইতিহাস সমৃদ্ধ এই শহরটি ভূমিকম্পে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ধুঁলোয় ছেয়ে গেছে রাস্তাঘাট। কোথাও কোথাও ধ্বংসস্তূপ পড়ে আছে। এছাড়া ভূমিকম্প আঘাত হানার পর সাধারণ মানুষ কীভাবে ছুটোছুটি করছেন সেগুলোও অনেক ভিডিওতে উঠে এসেছে।
— TFT MOROCCO (@TFT_Morocco) September 8, 2023
মারাখেসের এক বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি শহর থেকে অ্যাম্বুলেন্স বের হতে দেখেছেন। এছাড়া ভূমিকম্পে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসাওরিয়ার এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম, কিন্তু আতঙ্ক বেশি। ভূমিকম্পের সময় আমরা চিৎকারের শব্দ শুনতে পেয়েছি। মানুষ এখন বিভিন্ন চত্বর ও ক্যাফেতে অবস্থান করছে। বেশিরভাগ মানুষ রাতে বাইরেই থাকার পরিকল্পনা করছেন।’
শুক্রবারের ভূমিকম্পটি তুলনামূলকভাবে অগভীর ছিল। এটি মাটির মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। ইউএসজিএস জানিয়েছে, আটলাস পর্বতমালার ‘অসমান্তরাল-বিপরীত ফল্টিংয়ের’ কারণে ভূমিকম্পটি হয়েছে।
মরক্কোতে এর আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল ২০০৪ সালে। ৬ দশমিক ৩ মাত্রার সেই ভূমিকম্পে দেশটিতে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: আল জাজিরা
এমটিআই