জি ২০ সামিটের জন্য দিল্লিকে সাজাতে খরচ ৪১০০ কোটি
জি ২০ সামিটের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিকে। আর এর জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা।
দেশটির সরকারি রেকর্ড বলছে, ব্যয়গুলো ১২টি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোন কোন খাতে খরচের ওপর জোর দেওয়া হয়েছে। জি ২০ বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। সেক্ষেত্রে নিরাপত্তার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা, ফুটপাথ, রাস্তার সাইনবোর্ড এবং আলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে বেশি।
বিজ্ঞাপন
নয়টি সরকারি সংস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি), মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা দিল্লি পৌরসভা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে। এই বিভাগগুলো মিলে উদ্যান বিভাগের উন্নতি থেকে শুরু করে জি ২০ ব্র্যান্ডিংয়ের জন্য ৭৫ লাখ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গেছে।
এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, এই চার হাজার কোটি টাকার মধ্যে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), সড়ক পরিবহণ মন্ত্রণালয়, দিল্লি পুলিশ, এনডিএমসি এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) এই সামিটের মোট ব্যয়ের ৯৮ শতাংশ বহন করছে।
এক কর্মকর্তা বলেন, যেহেতু বেশিরভাগ এলাকা এনডিএমসির আওতায় পড়েছিল তাই অধিকাংশ ব্যয় বহন করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ। ৩ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে আইটিপিও দিয়েছে ৮৭ শতাংশ। এরপর দিল্লি পুলিশ দিয়েছে ৩৪০ কোটি এবং এনডিএমসি দিয়েছে ৬০ কোটি।
বাকি খরচ অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর দিয়েছে।
এমএ