ইসরো’র টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা রোভার প্রজ্ঞানের ছবি

চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেনসহ মোট ৯টি ধাতু ও অধাতু উপাদানের সন্ধান পেয়েছে চন্দ্রযান ৩’ নভোযানের সঙ্গে পাঠানো রোভার প্রজ্ঞান। বুধবার এক টুইটবার্তায় এই ঘোষণা দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইনস্টিটিউট (ইসরো)।

পরে এক বিজ্ঞাপ্তিতে ইসরোর পক্ষ থেকে বলা হয়, ‘লেজার ইনডিউজড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস) নামের বিশেষ একটি লেজার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে সালফারের অস্তিত্ব পেয়েছে প্রজ্ঞান।’

‘এছাড়াও চাঁদের মাটিতে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনও পাওয়া গেছে। চাঁদে হাইড্রোজেন রয়েছে কিনা, তা জানতে আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে।’

যে এলআইবিএস প্রযুক্তির মাধ্যমে এই অনুসন্ধান চালাচ্ছে প্রজ্ঞান, সেটি বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর একটি গবেষণাগারে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। তীব্র লেজার ব্যবহারের মাধ্যমে এটি অতি অল্প সময়ের মধ্যে মাটিতে মিশে থাকা বিভিন্ন উপাদান শনাক্ত করতে পারে।

প্রসঙ্গত, দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন পরমাণুর রাসায়নিক বিক্রিয়ার মধ্যেমে সৃষ্ট হয় পানি। চাঁদে যদি হাইড্রোজেনের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে সেখানেই কৃত্রিমভাবে পানি সৃষ্টি করা সম্ভব হবে।

গত ১৪ জুলাই শুক্রবার স্থানীয় সময় ২ টা ৩৫ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রের শ্রীহরিকোটা শহরের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে রওনা হয় ভারতীয় নভোযান চন্দ্রযান ৩। তারপর গত ২৩ আগস্ট ইতিহাস সৃষ্টি করে প্রথম নভোযান হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায় চন্দ্রযান ৩। সেখানে পৌঁছানোর পর মূল নভোযান থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে রোভার প্রজ্ঞান।

এর আগে মাত্র ৩ টি দেশ চাঁদে নভোযান পাঠাতে পেরেছে— যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। এবার সংক্ষিপ্ত এই তালিকায় যুক্ত হলো ভারতের নামও।

তবে চতুর্থ দেশ হলেও ভারতের এই চন্দ্রাভিযানের আলাদা গুরুত্ব রয়েছে। এই অভিযান সফল হলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি রোবটযান নামাতে সক্ষম হবে দেশটি। চাঁদের ওই অংশ এখনও খুব কমই জানে মানুষ।