ট্রাক্টর চালককে ৫০০ মিটার টেনে নিয়ে গেল ঘাতক ট্রাক
পেছন থেকে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন ট্রাক্টর চালক। পরে তাকে টেনে নিয়েই ৫০০ মিটার পর্যন্ত যায় ঘাতক ট্রাকটি। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই চালক। ঘটনাটি ভারতের পাঞ্জাবের।
ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইনের খবরে বলা হয়, গত শনিবার পাঞ্জাবের হোশিয়ারপুরের শাহপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সুখদেব সিং।
বিজ্ঞাপন
জানা গেছে, নিহত যুবক দুর্ঘটনার পর ট্রাকের দুটি টায়ারের মাঝে আটকে গিয়েছিলেন। ওই অবস্থাতেই তাকে টেনে নিয়ে যায় ট্রাক। এতে চাকায় পিষে নিহত হন সুখদেব সিং। এ ঘটনার পর পরিবারের সদস্যরা তার দেহ নিয়ে বিক্ষোভ করেন। এছাড়া টানা ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
নিহতের পরিবার জানায়, সকালে বালি বোঝাই ট্রাক্টর নিয়ে রওনা দেন সুখদেব। পথে পেছন থেকে ধাক্কা দেয় স্টোনচিপ বোঝাই আরেকটি ট্রাক। এতে ছিটকে মাটিতে পড়ে যান সুখদেব। পরে তার উপর দিয়েই ট্রাক চলে যায়। এতে ট্রাকের দুটি টায়ারের মাঝে আটকে যায় সুখদেবের দেহ। ওই অবস্থাতেই তাকে ৫০০ মিটার টেনে নিয়ে যায় ঘাতক ট্রাকটি। এতে ছিন্নভিন্ন হয়ে যায় সুখদেবের দেহ। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ট্রাক চালক।
হোশিয়ারপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মেজর সিং বলেন, ‘নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালককে গ্রেপ্তার করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তারের আশ্বাসে ছয় ঘণ্টা পর সেই অবরোধ তুলে নেন স্থানীয়রা।’
এমএসএ