গরম থেকে বাঁচতে কলকাতায় ট্রাফিক পুলিশে আসছে ‘এসি হেলমেট’
শীত-গরম-বৃষ্টি, আবহাওয়া যেমনই থাক না কেন, রাস্তায় দাঁড়িয়ে হাতের ইশারা চালিয়ে যেতে হয় ট্রাফিক পুলিশকে। গরম যখন তীব্র হয় তাদের দায়িত্ব পালনও তখন কঠিন হয়ে যায়। গরমের দিনগুলোর কথা চিন্তা করে তাদের জন্য বিশেষ এক ধরনের হেলমেট দেওয়ার পরিকল্পনা করেছে কলকাতার লালবাজার। এর নাম দেওয়া হয়েছে ‘এসি হেলমেট।’
কলকাতার পুলিশ সূত্র দিয়ে আনন্দবাজার লিখেছে- অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই এসি হেলমেটের ঠান্ডা করার যন্ত্র চলে ব্যাটারিতে। সেটি এক বার চার্জ দিলে প্রায় আট ঘণ্টা পর্যন্ত কাজ করে। পাশাপাশি, এই হেলমেট ধুলার দূষণ থেকেও খানিকটা রক্ষা করবে পুলিশকর্মীদের।
বিজ্ঞাপন
বর্তমানে পুলিশকর্মীরা যে হেলমেট ব্যবহার করেন, তার থেকে ৫০০ গ্রাম বেশি ওজন এসি হেলমেটের। বাইরে থেকে বাতাস টেনে তাকে পরিশুদ্ধ করে ওই হেলমেটে প্রবেশ করানো হয়।
শুরুতে একটি হেলমেট দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে। কলকাতা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, সাফল্য মিললে ধাপে ধাপে সব ট্রাফিক পুলিশকর্মীকেই এসি হেলমেট দেওয়া হবে। চলতি মাসে আহমেদাবাদ পুলিশও পরীক্ষামূলকভাবে এই হেলমেটের ব্যবহার শুরু করেছে।
এনএফ