চন্দ্রযান-৩ চাঁদে সফল অবতরণের পর এবার রোভার প্রজ্ঞানের চাঁদের মাটি ছোঁয়ার ভিডিও সামনে এসেছে। নতুন ওই ভিডিওতে ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামতে দেখা যাচ্ছে রোভার প্রজ্ঞানকে।

আর এই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে নিরাপদে অবতরণের পর অবশেষে প্রথম সেলফি তুলে শেয়ার করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। ইসরোর শেয়ার করা সেই ছবি ও ভিডিতে ল্যান্ডার বিক্রমের ভেতর থেকে রোভার প্রজ্ঞানকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত বুধবার সন্ধ্যায় চাঁদের বুকে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। এর ঘণ্টাখানেক পর চাঁদে ধুলোর ঝড় থামে এবং এরপরই ল্যান্ডার বিক্রমের বুক থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান।

বর্তমানে এই রোভার চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও খনিজের নমুনা সংগ্রহ করছে। আর এরই মাঝে ইসরো শেয়ার করল ল্যান্ডার বিক্রমের তোলা প্রথম ছবি ও ভিডিও।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ধীর গতিতে ল্যান্ডার বিক্রমের র‌্যাম্প বেয়ে নেমে আসছে রোভার প্রজ্ঞান। ভিডিওর ক্যাপশনে ইসরো লিখেছে, ‘…এভাবে ল্যান্ডারের র‌্যাম্প বেয়ে চাঁদের বুকে নেমেছে চন্দ্রযান-৩ এর রোভার।’

এর আগে বৃহস্পতিবারই ইসরোর পক্ষ থেকে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার চার ঘণ্টা পর সুরক্ষিতভাবে চাঁদের বুকে অবতরণ করেছে প্রজ্ঞান। আর সেই নেমে আসার ভিডিওই রেকর্ড করেছে ল্যান্ডার বিক্রম।

রঙিন ভিডিওতে দেখা যাচ্ছে, প্রজ্ঞান রোভারের সোলার প্যানেলের ওপরে সূর্যালোক পড়ছে। তার ছায়াও চাঁদের পৃষ্ঠে পড়ছে। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে তুলনামূলকভাবে সমতল জায়গায় অবতরণ করেছে। এরফলে চাঁদের খানা-খন্দ এড়িয়ে সমতল পৃষ্ঠে ঘুরে বেড়াতে পারবে রোভার প্রজ্ঞান।

উল্লেখ্য, গত বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। আর সেই সফল অবতরণের সঙ্গে সঙ্গে গোটা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করে ভারত। মূলত ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণে সফল হলো।

এর আগে ২০১৯ সালে ভারতের চন্দ্রযান-২ মহাকাশযান চাঁদের বুকে সফট ল্যান্ডিংয়ের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছিল। আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রায় চার বছর পর এসে চন্দ্রযান-৩ অভিযানে পুরোপুরি সফল হলো দেশটি।

টিএম