গোটা ভারতবাসীর আগ্রহের কেন্দ্রে এখন চন্দ্রযান-৩। চাঁদে সফল অবতরণের পর এবার চিন্তা—সব ঠিকঠাক আছে তো? এসব প্রশ্নের উত্তর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান (ইসরো)। বৃহস্পতিবার সন্ধায় অবতরণের ২৪ ঘণ্টার মাথায় ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ এর সবকিছু স্বাভাবিক আছে। অবতরণের পর যা ঘটার কথা তাই ঘটেছে। এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

সামাজিক মাধ্যমে এক বার্তায় ইসরো জানায়, অবতরণ সফল হলেই সব দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। বরং এর পর বিজ্ঞানীদের কাজ আরো বেশি থাকে। এ বিষটি মাথায় রেখেই সতর্ক অবস্থায় আছেন বিজ্ঞানীরা। 

চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনও দেশ হিসেবে পা রাখলো ভারত। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। পরে ৬টা ৪মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভারতীয়দের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণের দৃশ্য। দেশটির লাখো মানুষ সাক্ষী হন এই ঐতিহাসিক মুহূর্তের।

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম বিক্রম, রোভারের নাম প্রজ্ঞান।  চাঁদের ভূপ্রকৃতি, মাটি ও মাটিতে কোনো ধরনের খনিজ বস্তু আছে কী না এ সংক্রান্ত বার্তা পাঠাবে প্রজ্ঞান।
 
এমএসএ