মালয়েশিয়ায় মহাসড়কে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার একটি মহাসড়কে বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিমান বিধ্বস্ত হওয়ার সময় রাস্তায় থাকা একটি গাড়িও এই দুর্ঘটনার শিকার হয়।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দেশটির এলমিনা শহরের কাছে একটি হাইওয়েতে ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার শাহ আলমের এলমিনা শহরের কাছে একটি হাইওয়েতে বিমান দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার সময় রাস্তার একটি গাড়িও এই দুর্ঘটনার শিকার হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
— New Straits Times (@NST_Online) August 17, 2023
যদিও ওই গাড়ির আরোহীদের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিউ স্ট্রেইটস টাইমস বলছে, দুর্ঘটনাকবলিত বিমানটি স্থানীয় বেসরকারি চার্টার কোম্পানির পরিচালিত বিচক্র্যাফট প্রিমিয়ার ১ বলে মনে করা হচ্ছে। বিমানটি ল্যাংকাউই থেকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের পথে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয় এবং হাইওয়েতে বিধ্বস্ত হয়।
এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি এবং ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি ও ফুটেজে হাইওয়ের পুড়ে যাওয়া এবং ধোঁয়া ওঠা একটি অংশ দেখা যাচ্ছে।
— New Straits Times (@NST_Online) August 17, 2023
এ বিষয়ে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শিগগিরই বিবৃতি দেবে বলে জানিয়েছে নিউ স্ট্রেইটস টাইমস।
টিএম