সুপ্রিম কোর্টের নির্দেশে চার মাস পর সংসদ সদস্য পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। আর পদ ফিরে পেয়েই সংসদ অধিবেশনের পর নিজের কেন্দ্র ওয়েনাড়ে গিয়েছেন রাহুল। তবে সেখানে যাওয়ার আগে শনিবার (১২ আগস্ট) তামিলনাড়ুর মুথুনাড়ু গ্রামে আদিবাসী সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সঙ্গে কোমর দোলাতেও দেখা যায় কংগ্রেস নেতাকে। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, তোডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী শাল গায়ে দিয়েছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, সাদা-কালো রঙের ঐতিহ্যবাহী ওই শাল গায়ে জড়িয়ে তোডা সম্প্রদায়ের লোকজনের সঙ্গে হাত ধরে তাদের সঙ্গে বাদ্যের তালে-তালে পা মেলাচ্ছেন রাহুল গান্ধী।

সম্প্রতি কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত ‘ভারত জোড়ো যাত্রা’-র মধ্য দিয়ে বিভিন্ন স্তরের মানুষের কাছে গিয়েছেন রাহুল গান্ধী। যার মধ্য দিয়ে তিনি বহু মানুষের মন জয় করে নিয়েছেন। চলতি বছর ফের রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান নানা প্যাটোলে। এবার রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট থেকে মেঘালয়া জুড়বেন বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, দুই দিনের সফরে রোববারও ওয়েনাড়েই থাকবেন রাহুল। এদিন সেখানে একটি জেলা কংগ্রেস কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। সেখানে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বসে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে দোষী সাব্যস্ত করেছিল সুরাটের আদালত। তাকে দু’বছরের কারাদণ্ডও দিয়েছিলেন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওই শাস্তির কারণেই খারিজ হয়ে গিয়েছিল রাহুলের সাংসদ পদ।

কারণ, ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার অধিক সময় কারাদণ্ড হলে তৎক্ষণাৎ তার সাংসদ বা বিধায়ক পদ চলে যায়। এমনকি, আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও তৈরি হয় অনিশ্চয়তা।

গত ৪ অগস্ট রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। তার ৪৮ ঘণ্টা পরেই রাহুল গান্ধীকে তার সংসদ সদস্য পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের সচিবালয় থেকে গত সোমবার সকালে ওই বিষয়ে নির্দেশ জারি করা হয়।

জেডএস