উড্ডয়নের ৩ মিনিট পরই ইঞ্জিন বিকল, ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণ
উড্ডয়নের মাত্র তিন মিনিটের মধ্যে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটের। আর এর জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
শুক্রবার (৪ আগস্ট) সকালে ভারতের বিহার রাজ্যের পাটনা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ইঞ্জিন বিকল হওয়া ইন্ডিগোর ওই ফ্লাইটটি পাটনা থেকে দিল্লিতে যাচ্ছিল। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
— Upendrra Rai (@UpendrraRai) August 4, 2023
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিগামী ইন্ডিগোর একটি ফ্লাইট শুক্রবার সকালে বিহারের পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিমানবন্দরের কর্মকর্তাদের মতে, ইন্ডিগোর ফ্লাইটটি সকাল ৯টা ৮ মিনিটে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেও একটি ইঞ্জিন নিষ্ক্রিয় হওয়ার পড়ার পর সকাল ৯টা ১১ মিনিটে ফের পাটনা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
পাটনা বিমানবন্দরের পরিচালক বলেছেন, ‘ইন্ডিগোর ৬ই ২৪৩৩ ফ্লাইটটি দিল্লির উদ্দেশ্যে পাটনা বিমানবন্দর থেকে উড্ডয়নের তিন মিনিটের পরে একটি ইঞ্জিন অকার্যকর হয়ে পড়ে বলে জানায়। পরে বিমানটি ৯টা ১১ মিনিটে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিমানবন্দরে সমস্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, শুক্রবার সকাল ৯ টা ১১ মিনিটে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। পাইলট জানিয়েছেন, অবতরণ করানোর পর যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। কোনও বিশেষ সাহায্যের প্রয়োজন হয়নি।
এর আগে গত জুলাইয়ের শুরুতে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই সেখানে জরুরি অবতরণ করেছিল।
মূলত দিল্লি থেকে প্যারিসগামী ওই ফ্লাইটটি উড্ডয়নের পরপরই রানওয়েতে টায়ারের সন্দেহজনক ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। পরে ফ্লাইট ক্রুকে বিষয়টি জানানো হয়।
এরপরই ওই ফ্লাইটটি নিরাপদে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
টিএম