প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপ করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। আর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। তবে ওই সময় নির্বাচনের ফলাফল মেনে নিতে চাননি ট্রাম্প। তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে এবং তার উস্কানিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান তার সমর্থকরা। এতে ওই সময় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

ওই নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগেই মঙ্গলবার (১ আগস্ট) ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এখন তার বিরুদ্ধে এ নিয়ে বিচার হবে।

আরও পড়ুন>>> বাইডেন কোকেইন গ্রহণ করেন, দাবি ট্রাম্পের

ট্রাম্প নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগে অভিযুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে, তিনি কী ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন?

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত হলেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা নেই। অর্থাৎ ট্রাম্পের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

এমনকি তার বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রমাণিত হয় এবং তাকে আদালত শাস্তি প্রদান করেন, তাতেও তিনি তার নির্বাচনকালীন ক্যাম্পেইন চালাতে পারবেন এবং যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন তাহলে কোনো বাধা-বিপত্তি ছাড়া প্রেসিডেন্টের দায়িত্বও পালন করতে পারবেন।

অবশ্য আদালতে হাজিরা দেওয়ার তারিখের কারণে তার নির্বাচনের ক্যাম্পেইনের সিডিউল নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

২০২০ সালের নির্বাচনে হারার পর এখন পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে— রাষ্ট্রের গোপন নথি নিয়ে অব্যবস্থাপনা, এক পর্ন তারকাকে অর্থ দেওয়া ও নির্বাচনে হস্তক্ষেপসহ তিনটি অভিযোগ আনা হয়েছে।

আর আগের দুটি অভিযোগ আনার পর রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

সূত্র: আল জাজিরা

এমটিআই