যে শহরে বাড়িতে কুকুর পুষতে নিতে হবে প্রতিবেশীদের অনুমতি
বিশ্বের বহু মানুষের কাছেই পোষ্য প্রাণী হিসেবে কুকুর বেশ জনপ্রিয়। আর এই কারণে অনেকেই তাদের বাড়িতে কুকুর পুষতে চান। কিন্তু এই পোষ্য প্রাণী নিয়ে প্রতিবেশী বা আশপাশের লোকেদের সঙ্গে মনোমালিন্যের বেশ কিছু ঘটনাও সাম্প্রতিক সময়ে সামনে এসেছে।
এমনকি এই বিষয়ে দ্বন্দ্ব মিটমাট করতে আসরে নামতে হয়েছে স্থানীয় প্রশাসনকেও। এই পরিস্থিতিতে এই সব ‘ঝামেলা’ এড়াতে অদ্ভুত উদ্যোগ নিলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এক শহর। এতে করে এখন থেকে বাড়িতে কুকুর পুষতে অনুমতি নিতে হবে প্রতিবেশীদের।
বিজ্ঞাপন
তবে এই নিয়মটি কেবল একটি নির্দিষ্ট শহরের জন্যই প্রযোজ্য। শনিবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রুদ্রপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন (আরএমসি) একটি নিয়ম চালু করেছে। সেই নিয়ম অনুযায়ী, কেউ বাড়িতে কুকুর পুষতে চাইলে প্রতিবেশীদের থেকে অনাপত্তিপত্র (নো অবজেশন সার্টিফিটেক বা এনওসি) নিতে হবে।
এতে করে পোষ্য প্রাণীর পালকরা আরও বেশি দায়িত্বশীল হবে বলে আশা করছে রুদ্রপুর পৌর কর্তৃপক্ষ। বলা হয়েছে, উধম সিং নগর জেলার এই শহরের পৌর কর্তৃপক্ষ ২০২২ সালের ডগস লাইসেন্স ফি অ্যাক্ট বাস্তবায়নের জন্য ডগ ওনারশিপের এই নিয়ম চালু করা হলো।
এই নীতির অধীনে বাড়িতে কুকুর পোষার জন্য প্রতিবেশীর কাছ থেকে এনওসি নিতে হবে। পাশাপাশি বিষয়টি পৌর কর্তৃপক্ষকেও জানাতে হবে।
অবশ্য শহরটিতে বর্তমানে চার হাজার পোষ্য কুকুর রয়েছে বলে মনে করা হয়। আর পৌর কর্তৃপক্ষের কাছে মাত্র ৩৭টি পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন রয়েছে। এ থেকেই পোষ্য প্রাণী নথিভুক্তিকরণে রুদ্রপুরবাসীদের অনীহা প্রকাশ পাচ্ছে।
কিন্তু এরপরও এই নিয়মকে বাধ্যতামূলক করতে চায় পৌর কর্তৃপক্ষ। অবশ্য বিষয়টি নিয়ে অসন্তোষ স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
টিএম