ভারতে আবারও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্লেনের টিকিটের দাম বাড়ছে। এছাড়াও বিমানবন্দরের ভেতরে যাত্রীদের মুখ থেকে মাস্ক খুললেই জরিমানা দিতে হবে। সম্প্রতি এ বিষয়ে নির্দেশনা জারি করেছে দেশটির বেসামরিক বিমান পরিবহন দফতর (ডিজিসিএ)।

১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ প্লেনের টিকিট স্থানীয় মুদ্রায় ২০০ রুপি ও আন্তর্জাতিক টিকিটের দাম ১২ মার্কিন ডলার করা হয়েছে। এর আগে অভ্যন্তরীণ টিকিট ১৬০ রুপি ও আন্তর্জাতিক টিকিট ৫.২০ মার্কিন ডলার করা হয়েছিল।

গত বছরের সেপ্টেম্বরে প্লেনের টিকিটের দাম বৃদ্ধি করে অভ্যন্তরীণ ক্ষেত্রে ১৫০ রুপি থেকে বাড়িয়ে ১৬০ রুপি করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ৪.৮৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫.২০ মার্কিন ডলার করা হয়েছিল।

দেশটির বেসামরিক বিমান পরিবহন দফতর থেকে গত ১৯ মার্চে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। সেখালে বলা হয় দাম বৃদ্ধির বাইরে থাকবে- দুই বছরের কম বয়সী শিশু, কূটনৈতিক পাসপোর্টধারী, বিমানকর্মী, ভারতীয় বিমান বাহিনীর কাজের জন্য যাতায়াত করা কর্মী ও প্রযুক্তিগত ত্রুটি বা খারাপ আবহাওয়ার জন্য অন্য রুটের বিমানে যাত্রা করছেন এমন যাত্রী।

নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করা হবে। বিমানযাত্রার সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাত্রীরা করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই ধরনের ঘটনা সামনে এলেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। 

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতির কথা মাথায় রেখে আরও কঠোর পদক্ষেপ নিতে চলেছে বেসামরিক বিমান পরিবহন দফতর।

যদি কোনও যাত্রী মাস্ক না পরেন বা করোনাবিধি না মেনে চলেন সেক্ষেত্রে তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আগেই একটি নির্দেশনা জারি করেছিল ভারতীয় বেসামরিক বিমান পরিবহন দফতর।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায়ে ২৭১ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ লাখ ৪০ হাজার ৭২০ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। শুধুমাত্র নয়াদিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯০০ জন।

ওএফ