রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে। রোববার (৯ জুলাই) ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসোনোভ এমন দাবি করেছেন।

তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোঁড়া হয়েছে সেটি পরিষ্কার করেননি আকসোনোভ।  

রুশ এ কর্মকর্তা জানিয়েছেন, ক্রিমিয়া লক্ষ্য করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই এটি ক্রিচ শহরের কাছে ভূপাতিত করা হয়।

টেলিগ্রামে দেওয়া পোস্টে গভর্নসর সের্গেই আকসোনোভ আরও জানিয়েছেন, এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি।

তবে হামলার পর রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ ঘটানো ক্রিমিয়া ব্রিজটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভ্লদিমির রোঘোভ টেলিগ্রামে এ ব্যাপারে বলেন, ‘ক্রিমিয়া ব্রিজের দুই পাশে যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’

এর কিছুক্ষণ পর ক্রিমিয়ার পরিবহনমন্ত্রী নিকোলাই লুকাশেঙ্কো জানান যান চলাচল আবারও শুরু হয়েছে।

১৭ কিলোমিটারেরও বেশি লম্বা ক্রিমিয়া ব্রিজটিতে ২০২২ সালের অক্টোবরে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে ব্রিজটি সাময়িক সময়ের জন্য ব্যবহারের অনুপযোগী হয়ে যায়।

২০১৪ সালে বিনা রক্তপাতে ক্রিমিয়া দখলের পর উপদ্বীপটি অধিগ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর বিলিয়ন ডলার খরচ করে তৈরি করেন ক্রিমিয়া ব্রিজ।

সূত্র: সিএনএন, আল জাজিরা

এমটিআই