বিশ্বের বৃহৎ সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদানের ইচ্ছাকে সমর্থন জানায় তুরস্ক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার (৮ জুলাই) তুরস্কে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সফরে এরদোয়ানের সঙ্গে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং কৃষ্ণসাগরের শস্যচুক্তি নিয়ে কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এরদোয়ান বলেন, ‘কোনো সন্দেহ নেই ইউক্রেন ন্যাটো সদস্যপদ প্রাপ্য।’ এছাড়া চলমান যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, ‘একটি সত্যিকারের শান্তি কাউকে পরাজিত করে না।’

অপরদিকে এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি পরবর্তীতে টুইট করেন। এতে তিনি বলেন, ‘ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমতাকে, শান্তি ফর্মুলা, আমাদের দেশের সুরক্ষা, আমাদের মানুষ ও স্বার্থকে সমর্থন জানানোর জন্য আমি কৃতজ্ঞ।’

এদিকে ১১ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হবে ন্যাটোর বার্ষিক সম্মেলন। এই সম্মেলনের আগে সামরিক জোটটির কাছ থেকে সদস্যপদের আমন্ত্রণ পাওয়ার চেষ্টা করছে ইউক্রেন। এর অংশ হিসেবে ন্যাটোভুক্ত কয়েকটি দেশে সফরে গেছেন জেলেনস্কি। যার মধ্যে ছিল চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং বুলগেরিয়া। এ তিনটি দেশই তাকে সদস্যপদের ব্যাপারে আশ্বস্ত করেছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ইউক্রেনকে এখনই এমন কোনো আমন্ত্রণ জানানো হবে না। এছাড়া তাদের সদস্য করে নেওয়ার জন্য কোনো তাড়াহুড়াও করা হবে না।

সূত্র: আল জাজিরা

এমটিআই