একটু আনন্দ-উল্লাস আর রোমাঞ্চ উপভোগ করবেন— সেই উদ্দেশ্যে রোলার কোস্টারে চড়েছিলেন কয়েকজন। তবে তাদের সেই আনন্দ প্রায় বিষাদে রূপ নিয়েছিল। কারিগরি ত্রুটির কারণে রোলার কোস্টারে উল্টো হয়ে ২ ঘণ্টারও বেশি সময় ঝুলে থাকতে হয়েছিল ৯ আরোহীকে।  

গত রোববার (২ জুলাই) ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি মেলায়। তবে ভাগ্য ভালো যে তাদের সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। অবশ্য এর মধ্যে একজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উইসকনসিনের ক্র্যান্ডন ফায়ার ডিপার্টমেন্ট ক্যাপ্টেন ব্রেনান কুক সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী ডব্লিউজেএফডব্লিউকে বলেছেন, ‘রাইডের সময় সেখানে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল, এতে রোলার কোস্টারটি উল্টো হয়ে ঝুলে যায়। রাইডটি কয়েকদিন আগে উইসকনসিন রাজ্য সংস্থা পরিদর্শন করেছিল।’

সামাজিক যোগাযোগামাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, রোলার কোস্টারের ভয়ার্ত যাত্রীরা ঝুলে আছেন। এরমধ্যে একজন এটির লাইন বেয়ে ওপরে উঠে তাদের উদ্ধারের চেষ্টা করছেন। আর নিচে অনেকে সেটি তাকিয়ে দেখছেন।

এন্টিগো ফায়ারের কর্মকর্তা এরিকা কোস্টিচকা বলেছেন, ‘আমরা আগে কখনো এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হইনি।’

তিনি জানিয়েছেন, উদ্ধারকারী ও রোলার কোস্টারের আরোহীদের সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

যেখানে রোলারকোস্টারটি আটকে যায় সেখান থেকে মাটির উচ্চতা অনেক বেশি ছিল। ফলে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ যন্ত্রপাতি আনতে হয়। এরমধ্যে ছিল ১০০ ফুট লম্বা একটি সিঁড়ি। যা আনতে ৪৫ মিনিট সময় লাগে।

ক্র্যান্ডন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, প্রথম আরোহীকে মাটিতে নামিয়ে আনা হয় স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটে। আর সর্বশেষ আরোহীকে উদ্ধার করা হয় ৫টা ২ মিনিটে। এতে করে শেষ যাত্রীকে ৩ ঘণ্টারও বেশি সময় আটকে থাকতে হয়।

উদ্ধারে অংশ নেয় ফায়ার ডিপার্টমেন্টের ১০টি যান, ৯টি অ্যাম্বুলেন্স এবং ৫০ জন উদ্ধারকারী।

সূত্র: সিএনএন

এমটিআই