অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটে চলেছেন এক ব্যক্তি। ১৭ সেকেন্ডে পেরিয়ে গেলেন ১০০ মিটার। তবু থামলেন না। শেষ পর্যন্ত ২৭২.২৫ মিটার দৌড়ে  থামলেন তিনি। 

এ পর্যন্ত দৃশ্যপটে বিশেষ কিছু নেই। তবে ঘটনাটি মোটেও স্বাভাবিক আর ১০টি ঘটনার মতো নয়। কারণ জোনাথন ভেরো নামের এই ব্যক্তি যখন অ্যাথলেটিকস ট্র্যাক ধরে ছুটছিলেন তখন তার সারা শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আর এভাবে দৌড়ে তিনি করে ফেললেন দুটি বিশ্ব রেকর্ড। 

রেকর্ড দুটি হলো অক্সিজেন ছাড়া দ্রুততম এবং দীর্ঘতম ‘ফুল বডি বার্ন রানের’রেকর্ড। এর আগে, দ্রুততম ‘ফুল বডি বার্ন রানের’ রেকর্ড ছিল অ্যান্টনি ব্রিটন নামে এক ব্যক্তির দখলে। জোনাথন তার থেকে ৭.৫৮ সেকেন্ড কম সময়ে ১০০ মিটার দৌড়েছেন। তার এই দুই রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

দৌড়ের সময় জোনাথনের পরনে অবশ্য অগ্নিরোধক পোশাক ছিল। 

জোনাথনের এই দৌড়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের টুইটার অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা যাচ্ছে- তিনি একটি অগ্নি-প্রতিরোধক পোশাক পরে অ্যাথলেটিক ট্র্যাকে দৌড় শুরুর জন্য দাঁড়িয়ে আছেন। তার পাশে অগ্নি নির্বাপক যন্ত্র হাতে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টারা। এক ব্যক্তি পিছন থেকে তার পিঠে এবং পায়ে আগুন ধরিয়ে দিতেই, তিনি দৌড়াতে শুরু করেন।  

দমকল কর্মী হিসেবে আগুন নেভানোর পাশাপাশি, ৩৯ বছরের জোনাথন একজন পেশাদার স্টান্টম্যান হিসাবেও কাজ করেন। 

রেকর্ড গড়ার পর তিনি বলেছেন, তিনি আগুন নিয়ে খেলতে ভালোবাসেন। বস্তুত আগুন নিয়ে জাগলিং, আগুন খাওয়ার মতো স্টান্ট দেখিয়ে থাকেন তিনি। আর এভাবেই তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘মানব মশাল’ উপাধি। 

এনএফ