ঘটনা ভারতের মধ্যপ্রদেশের। রোববার ষোলো বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনা জানাজানি হলে চিহ্নিত হয় ধর্ষক। এরপর ধর্ষকের সঙ্গে কিশোরীকেও প্রবল মারধর করে একদল গ্রামবাসী। পরে একসঙ্গে দুজনকে দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হয় গোটা গ্রাম।

‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিয়ে যারা দড়ি বেঁধে তাদের গ্রাম ঘুরিয়েছেন তাদের মধ্যে ওই কিশোরীর পরিবারের একজন সদস্যও ছিলেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরের একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে রোববার ঘটনাটি ঘটে।

আলিরাইপুর নামক আদিবাসী গ্রামের ওই ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পরে তা সামজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। ধর্ষণের শিকার কিশোরীর প্রতি গ্রামবাসীদের এমন নৃশংস আচরণের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা। তারপরেই নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ ও প্রশাসন।

ধারণকৃত ভিডিও ফুটেজে ওই গোটা ঘটনার সময় বেশ কয়েকজনকে তাদের সঙ্গেই গ্রাম ঘুরতে দেখা যায়। পুলিশ তাদের মধ্যে ছয় জনকে চিহ্নিত করেছে। এরপর সেই ছয় ব্যক্তি ও ধর্ষককে গ্রেফতার করা হয়। যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে কিশোরীর পরিবারের এক সদস্যও রয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা দিলীপ সিং বিলওয়াল জানিয়েছেন, এ ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি ২১ বছর বয়সী ধর্ষকের বিরুদ্ধে, অপরটি কিশোরীর পরিবারের সদস্য ও যেসব গ্রামবাসীকে কিশোরীকে ধর্ষকের সঙ্গে দড়ি বেঁধে গ্রাম ঘোরাতে দেখা গেছে তাদের বিরুদ্ধে। 

এএস