কলম্বিয়ায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ (ভিডিও)
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিমানবাহিনীর দু’টি বিমানের মধ্যে মাঝ আকাশে সংঘর্ষ হয়েছে।
রোববার (২ জুলাই) ভিলাভিসেনসিওর বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষ হওয়ার পরপরই বিমানগুলোতে আগুন লেগে যায়। এরপর মুহূর্তেই এগুলো মাটিতে আছড়ে পড়ে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
বিজ্ঞাপন
বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার আপিয়ে ঘাঁটির কাছে তাদের দু’টি টি-২৭ টুকানো প্রশিক্ষণ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন পাইলট, লেফটেনেন্ট কর্ণেল নিহত হয়েছেন।
এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকে পাঠানো হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বিমানবাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে কয়েকটি বিমান উড়ে আসছে। যেগুলো একটি আরেকটির বেশ কাছাকাছি ছিল। এরমধ্যে হঠাৎ করে একটি বিমানের পাখায় বিস্ফোরণ হতে দেখা যায়। এর দুই সেকেন্ডের মধ্যে দু’টি বিমান মাটিতে আছড়ে পড়ে।
ধারণা করা হচ্ছে, সংঘর্ষের কারণে পাখায় এ বিস্ফোরণ হয়।
সূত্র: আরটি
এমটিআই
— BNO News (@BNONews) July 1, 2023