করোনা সংক্রমণের সাপ্তাহিক হিসাবে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ভারত। ২২ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সময়ে আগের সপ্তাহের চেয়ে করোনা রোগী বেড়েছে ৫১ শতাংশ। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এর আগের কোনো সপ্তাহে একবারে এত রোগী বাড়েনি ভারতে।

সংখ্যার হিসাবে আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে ভারতে রোগী বেড়েছে ১ লাখ ৩ হাজার। করোনায় আক্রান্ত হয়ে এ সপ্তাহে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৭৫ জনের। মৃত্যুও আগের সপ্তাহের চেয়ে ৫১ শতাংশ বেশি। ডিসেম্বর ২১ থেকে ২৭ পর্যন্ত সময়ের পর এটিই সপ্তাহের সর্বোচ্চ মৃত্যু।     

রোববার ভারতে নতুন করে ৬৮ হাজার ২৬৬ জনের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে; যা ১৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এরমধ্যে কেবল মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪১৪ জন। ২২ মার্চ থেকে ২৮ মার্চের সপ্তাহে ভারতে মোট ৩ লাখ ৯০ হাজার করোনা সংক্রমণ ধরা পড়ে; যা অক্টোবরের পর সর্বোচ্চ।      
গেল তিন সপ্তাহের মধ্যে ভারতে করোনা সংক্রমণ তিনগুণ বেড়েছে। ১ মার্চ থেকে ৭ মার্চের সপ্তাহে ১ লাখ ১৭ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর এ সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৫৬ জন। আর রোববার নাগাদ ভারতের মোট সংক্রমণ ১ কোটি ২০ লাখ ছাড়িয়েছে। 

গত কয়েকদিন ধরে বিভিন্ন দেশেই করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে আবার বাড়ছে। ভারতে শেষ ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন মাত্র ৩৫ দিনে। তার আগের ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছিলেন এর প্রায় দ্বিগুণ সময়ে, ৬৫ দিনে।  

এ সপ্তাহে সক্রিয় রোগীর সংখ্যাও আগের সপ্তাহের চেয়ে ৫ লাখ বেড়েছে। সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ থেকে ৫ লাখ হতে সময়ে লেগেছে মাত্র তিন দিন। সক্রিয় রোগীর সংখ্যা বাড়ার এ হারও আগে দেখেনি ভারত। 

এর সঙ্গে মৃত্যুও বেড়েছে ভারতে। এ সপ্তাহে ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৭৫ জন। এক সপ্তাহে এটিই এ বছরের সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু ভারতে। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।  

এনএফ