দুই বছরের বেশি সময়ের আগের এক যুদ্ধের পর আজারবাইজানের সীমান্তরক্ষী বাহিনীর সাথে আর্মেনিয়ার সীমান্তরক্ষীদের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে দক্ষিণ ককেসাসের এই দুই দেশ বলেছে, সীমান্ত এলাকায় সংঘাতে এক আজারবাইজানি ও এক আর্মেনীয় সীমান্তরক্ষী আহত হয়েছেন।

আর্মেনিয়া বলছে, আজারবাইজানের সৈন্যরা আর্মেনিয়ার ভূখণ্ডে তাদের পতাকা উত্তোলনের চেষ্টা করেছে। এ সময় আর্মেনিয়ার সৈন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে উভয় দেশের সৈন্যদের সংঘাত হয়।

এক বিবৃতিতে আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা সংস্থা বলেছে, আজারবাইজানের সীমান্তরক্ষীদের একটি দল হাকারি নদীর ওপর নির্মিত সেতু অতিক্রম করার চেষ্টা করেছিল। দুই দেশের মাঝে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত শনাক্তকারী এই নদী পেরিয়ে আর্মেনিয়ার ভূখণ্ডের ভেতরে একটি পতাকা উত্তোলনের চেষ্টা করে। তবে আর্মেনিয়ার সৈন্যরা তাদের এই চেষ্টা নস্যাৎ করা দিয়েছে।

আজারবাইজানের সীমান্ত সংস্থার বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে, বাকুর একজন সৈন্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আর্মেনিয়ার সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে তাস বলেছে, সেতুর কাছের একটি গ্রামে আজারবাইজানের সৈন্যদের গোলায় আর্মেনিয়ার এক সৈন্য আহত হয়েছেন।

আর্মেনিয়াকে নাগোরনো-কারাবাখের বিতর্কিত অঞ্চলের সাথে সংযুক্ত করার শেষ পথ লাচিন করিডোরের কাছে সেতুটি অবস্থিত। বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসাবে স্বীকৃত হলেও সেখানে জাতিগত আর্মেনীয়দের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। তিন দশকের বেশি সময়ের পুরোনো বিবাদ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ২০২০ সালে ২৭ সেপ্টেম্বর ব্যাপক লড়াই শুরু হয়। দুই দেশের পাল্টাপাল্টি হামলা যুদ্ধে রূপ নেয়। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে।

এসএস