ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাজারেথে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার নাজারেথের আরব উপশহর ইয়াফা আন-নাসেরিয়ায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।

ইসরায়েলে আরব জনগোষ্ঠী অধ্যুষিত নাজারেথের এই ঘটনাকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বলছে স্থানীয় গণমাধ্যম। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের জ্যেষ্ঠ চিকিৎসক আতাফ সালেম বলেছেন, ‘গোলাগুলিতে আহত পাঁচজন সেখানে সংজ্ঞা হারিয়ে পড়েছিলেন। তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

তিনি বলেছেন, আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা।

ইসরায়েলি পুলিশ বলেছে, ওই এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে। ঘটনাটি অপরাধমূলক বলে নিশ্চিত করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলির পর একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেখানকার আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ইসরায়েলজুড়ে আরব সম্প্রদায়গুলোর মাঝে প্রায়ই অপরাধমূলক সহিংসতার ঘটনা ঘটে। ইসরায়েলে সংঘটিত অপরাধের জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি সহিংসতার ঘটনা ঘটছে আরব সম্প্রদায়গুলোর মাঝে।

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা বলছে, নাজারেথের আরেকটি উপশহরে পৃথক গোলাগুলিতে ৩ বছর বয়সী এক মেয়ে শিশু ও ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হওয়ার পর গোলাগুলির ওই ঘটনা ঘটেছে।

আরব সম্প্রদায়ের ক্রমবর্ধমান সহিংসতার ঘটনার ওপর নজরদারি করা বেসরকারি সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্য অনুযায়ী, চলতি বছরে অপরাধমূলক সহিংসতার ঘটনায় ৯৭ জন আরব বংশোদ্ভূত নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ৪২ জনের বয়স ৩০ বছরের কম।

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নাজারেথের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় আমি শোকাহত। আমরা এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল।

এসএস