বিশ্বের কোন কোন শহরে থাকা ও খাওয়ার জন্য প্রবাসীদের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় সেই তালিকা প্রকাশ করেছে ইসিএ ইন্টারন্যাশনাল কস্ট অব লিভিং। তাদের প্রকাশিত ২০২৩ সালের তালিকা অনুযায়ী, বিশ্বে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর।

গত বছর এই তালিকার শীর্ষে ছিল চীনের বিশেষ স্বায়ত্বশাসিত অঞ্চল হংকং। এই শহরকে পেছনে ফেলে সবার প্রথমে উঠে এসেছে নিউইয়র্ক।

এছাড়া বাড়ি ভাড়া আকাশচুম্বী হওয়ায় এ তালিকার শীর্ষ পাঁচে চলে এসেছে সিঙ্গাপুর।

নিউইয়র্ক সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে ওঠার কারণ হিসেবে মূল্যস্ফীতি এবং বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টিকে দায়ী করা হয়েছে। গত বছরের মতো এ বছরেও তালিকায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা এবং যুক্তরাজ্যের লন্ডন।

প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় এ বছর বড় লাফ দিয়েছে তুরস্কের ইস্তাম্বুল। এটি ৯৫ ধাপ এগিয়ে ১০৮ নাম্বারে উঠে এসেছে।

বিশ্বের যেসব শহরে প্রবাসীদের বসবাস বেশি, সেসব শহরের নিত্য প্রয়োজনীয় পণ্য-সেবা, বাড়ি ভাড়ার বিষয়টি বিশ্লেষণ করে ১২০টি দেশের ২০৭টি শহরের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

সবচেয়ে ব্যয়বহুল ২০ শহরের তালিকা

১। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র

২। হংকং, চীন

৩। জেনেভা, সুইজারল্যান্ড

৪। লন্ডন, যুক্তরাজ্য

৫। সিঙ্গাপুর

৬। জুরিখ, সুইজারল্যান্ড

৭। সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র

৮। তেল আবিব, ইসরায়েল

৯। সিউল, দক্ষিণ কোরিয়া

১০। টোকিও, জাপান

১১। বার্ন, সুইজারল্যান্ড

১২। দুবাই, সংযুক্ত আরব আমিরাত

১৩। সাংহাই, চীন

১৪। গুয়াংজু, চীন

১৫। লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র

১৬। শেনজেন, চীন

১৭। বেইজিং, চীন

১৮। কোপেনহেগেন, ডেনমার্ক

১৯। আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

২০। শিকাগো, যুক্তরাষ্ট্র

সূত্র: ব্লুমবার্গ

এমটিআই