ভিডিও: ভোটের দিন নগদ অর্থ বিতরণ এরদোয়ানের
টানা তৃতীয়বারের মতো ভোটে জিতে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (এ কে পার্টি) নেতা রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার তুরস্কজুড়ে তার এই জয় উদযাপন করছেন দলের কর্মী-সমর্থকরা।
দেশটির নির্বাচন কমিশনের মতে, রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার রান-অফে ৯৯ দশমিক ৪৩ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এতে তুরস্কের ক্ষমতাসীন এই প্রেসিডেন্ট ৫২ দশমিক ১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ২০ লাখেরও বেশি।
বিজ্ঞাপন
রোববারের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর এক ভাষণে এরদোয়ান বলেছেন, দেশের সাড়ে ৮ কোটি মানুষের সবাই জিতেছেন। আঙ্কারায় নিজের বিশাল প্রাসাদের বাইরে উল্লসিত জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওই মন্তব্য করেছেন তিনি।
এদিকে, রোববার আঙ্কারায় একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর বাইরে অপেক্ষায় থাকা শত শত কর্মী-সমর্থকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন তিনি। ভোটের দিন জনগণের মাঝে নগদ অর্থ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
— Al Arabiya English (@AlArabiya_Eng) May 29, 2023
সৌদি আরবের ইংরেজি দৈনিক আল-আরাবিয়া ওই ভিডিও শেয়ার করে টুইটারে লিখেছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ভোট কেন্দ্রের বাইরে জড়ো হওয়া সমর্থকদের হাতে অর্থ তুলে দিচ্ছেন। সেখানকার কেন্দ্রে ভোট দেওয়ার পরপরই এরদোয়ান বাইরে সমর্থকদের অনেককে অন্তত ২০০ তুর্কিশ লিরা (প্রায় ১০ মার্কিন ডলার) করে দেন।
ভিডিওতে বলা হয়েছে, জনগণের মাঝে অর্থ বিতরণে এরদোয়ানের এক ধরনের ঐতিহ্য রয়েছে। তিনি প্রায়ই বিশেষ কোনও উৎসবের আগে এভাবে অর্থ বিতরণ করেন। প্রত্যেক বছর পবিত্র ঈদের সময়ও তিনি মুসলিমদের মাঝে অর্থ বিতরণ করেন।
এসএস