অতিরিক্ত গতি: কুকুরকে চালক বানিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা যুবকের!
নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় যুক্তরাষ্ট্রের কলোরাডোতে এক যুবককে থামায় পুলিশ। তবে জরিমানা ও গ্রেপ্তার এড়াতে ওই যুবক চালকের আসনে নিজের কুকুরকে বসিয়ে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন অদ্ভুত ঘটনার কথা জানিয়েছে কলোরাডো পুলিশ।
বিজ্ঞাপন
গাড়িটি থামিয়ে কাছে যাওয়ার পর এক পুলিশ কর্মকর্তা দেখতে পান, অভিযুক্ত যুবক চালকের আসন থেকে সরে যাচ্ছেন এবং সেখানে তিনি তার কুকুরকে বসাচ্ছেন।
যেখানে যুবককে আটকানো হয় সেখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ছিল ঘণ্টায় ৪৮ কিলোমিটার। কিন্তু ওই যুবক তখন তার গাড়িটি প্রায় ৮৫ কিলোমিটার বেগে চালাচ্ছিলেন।
এ ব্যাপারে পুলিশ বলেছে, ‘চালক তার কুকুরের সঙ্গে আসন পরিবর্তন করার চেষ্টা করেন…একজন এসপিডি কর্মকর্তা কাছে যান এবং পুরো বিষয়টি দেখেন।’
পুলিশ আরও জানিয়েছে, হাতেনাতে ধরা পড়ার পরও ওই যুবক দাবি করেন ‘গাড়িটি চালাচ্ছিলেন না’ তিনি।
যখন তাকে জিজ্ঞেস করা হয়, মদ পান করেছেন কিনা? তখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে প্রায় সঙ্গেই সঙ্গেই ধরে ফেলেন পুলিশ কর্মকর্তা। এরপর তার বিরুদ্ধে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, গ্রেপ্তারে বাধা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়।
ওই যুবককে জেলে পাঠানোর আগে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
আর যে কুকুরকে গাড়ির চালক ‘ফাঁসানোর’ চেষ্টা করেছিলেন তাকে অপর একজনের জিম্মায় দেওয়া হয়েছে। জেলের মেয়াদ শেষ হলে কুকুরটিকে আবার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
কলোরাডো পুলিশ বিষয়টি নিয়ে মজা করে বলেছে, ‘কুকুরটির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, তাকে শুধু সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
সূত্র: বিবিসি
এমটিআই