কর্ণাটকে বিজেপিকে হারিয়ে দিল কংগ্রেস
ভারতের কর্ণাটকের বিধানসভার নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কংগ্রেস। এর মাধ্যমে বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) হারিয়ে রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের প্রাচীন রাজনৈতিক দলটি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বিধানসভার ২২৪টি আসনের ১৩৯টি পেয়েছে কংগ্রেস। বিজেপি জয় পেয়েছে ৬২টি আসনে, ধর্মনিরপেক্ষ জেডিএস পেয়েছে ২০টি আসন আর অন্যান্য দলগুলো পেয়েছে ৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৩টি আসন।
বিজ্ঞাপন
বিজেপির মনোনীত কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী বাষাভরাজ বোমানি পরাজয় মেনে নিয়েছেন। শনিবার (১৩ মে) এক বক্তব্যে তিনি বলেছেন, ‘যখন পূর্ণ ফলাফল আসবে তখন আমরা একটি বিশদ বিশ্লেষণ করব। আমরা শুধুমাত্র বিশ্লেষণই করব না, দেখব বিভিন্ন ক্ষেত্রে কী কী পার্থক্য ও গ্যাপ ছিল।’
সর্বশেষ নির্বাচনে বিজেপি ১০৪টি আসন পেয়েছিল। সেই অনুযায়ী এবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির ভরাডুবিই হয়েছে বলা যায়।
এদিকে নির্বাচণের আগেই বলা হয়েছিল, এবার রাজ্যের বিধানসভায় সবচেয়ে বেশি আসন পাবে কংগ্রেস। তবে দলটি এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাবে না বলে বিভিন্ন জরিপের ভিত্তিতে জানানো হয়েছিল। কিন্তু সেসব তথ্য ভুল প্রমাণ করে এখন একক সংখ্যাগরিষ্ঠতা পেল কংগ্রেস।
কর্ণাটকে এবার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বেশিরভাগ মানুষ। রাজ্যের নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এবার সবমিলিয়ে ভোট দিয়েছেন ৭৩ দশমিক ১৯ শতাংশ ভোটার।
সূত্র: এনডিটিভি
এমটিআই