যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার মোট তেল সম্পদের প্রায় ৯০ শতাংশ যুক্তরাষ্ট্রের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করেছেন দেশটির তেলসম্পদ বিষয়ক মন্ত্রী বাসশাম তোমা। আরাম নিউজ নেটওয়ার্কের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। 

প্রতিবেদন অনুযায়ী সিরিয়ায় বাসার আল-আসাদ সরকারের এই মন্ত্রী বলেন, ‘আমেরিকান ও তাদের অনুসারীরা জলদস্যুদের মতো আচরণ করছে। কারণ সিরিয়ার তেল সম্পদ এবং তেল সরবরাহের বিষয়টি তাদের মূল লক্ষ্য।’

সিরিয়ার মন্ত্রী বাসশাম তোমা আরও বলেন, ‘সিরিয়ার জলসীমায় ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় একটি তেলশিল্প রয়েছে। আমাদের এই শিল্পকে রক্ষা করতে হলে শান্তি এবং স্থিতিশীল যৌক্তিক পরিস্থিতিতে ফেরা প্রয়োজন।’

এতে করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিরিয়ার তেলখাতে ক্ষতি ৯২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে জানিয়ে তিনি আরও বলেন, যে পরিমাণ সম্পদ শোষণ এখন চলছে সিরিয়ায়, এর আগে আর কখনোই এমনটা হয়নি।

তবে এটাও উল্লেখ করা প্রয়োজন যে, বাসার আল-আসাদের তেলমন্ত্রী দেশটির তার্তুস অঞ্চলের উপকূলে তেলের সন্ধান চালানোর জন্য রাশিয়ার একটি তেল কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। মস্কো এ যুদ্ধে আসাদের মিত্রপক্ষ।
   
এএস