ছবিতে দেখুন রাজা তৃতীয় চার্লসের জমকালো অভিষেক
সাত দশকের মধ্যে ব্রিটেনের ইতিহাসের সর্ববৃহৎ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মাথায় রাজমুকুট পরলেন রাজা তৃতীয় চার্লস। শনিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে অভ্যাগত ও রাজপরিষদের সদস্যদের সামনে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে তৃতীয় চার্লসের।
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেলে হাত রেখে শপথ বাক্য পাঠ করে ব্রিটেনের ৪০তম রাজার দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিজ্ঞাপন
রাজা চার্লসের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। রাজা তৃতীয় চার্লস পবিত্র গসপেলে হাত রেখে শপথ নেন। আইনের শাসন ও চার্চ অব ইংল্যান্ডের মর্যাদা সমুন্নত রাখার অঙ্গীকারও করেন তিনি।
চার্লসের ঐতিহাসিক রাজ্যাভিষেকে অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও তারকারা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছান। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।