সংসার সুখের হলে তা কেউ ভেঙে দিতে চায় না। ডিভোর্সের প্রসঙ্গ তখনই আসে, যখন সম্পর্কটি আর এগিয়ে নেওয়া সম্ভব হয় না। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় পক্ষের সমান না হলেও কাছাকাছি প্রচেষ্টা থাকা লাগে। নয়তো একজনের পক্ষে কোনো সম্পর্ক টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তিলে তিলে সাজিয়ে তোলা সংসার হয়তো কাউকে একটা সময় ভেঙে দিতে হয় বাস্তবতার প্রয়োজনে। বিশ্বে কমবেশি সব দেশেই এমন বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে থাকে।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্সের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের এমন দেশ আছে যেখানে ৯৪ শতাংশ বিয়েই ভেঙে যায়। সেখানে ভারতে মাত্র ১ শতাংশ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

তথ্য অনুযায়ী, ইউরোপ এবং আমেরিকার তুলনায় এশিয়ার দেশগুলোতে বিচ্ছেদের হার অনেক কম। যেমন- জার্মানিতে ৩৮ শতাংশ, ব্রিটেনে ৪১ শতাংশ। আবার আমেরিকায় ৪৫ শতাংশ মানুষই দাম্পত্যের সম্পর্ক ভাঙেন। 

এছাড়া ওই পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর যে ১০টি দেশের মধ্যে সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদ ঘটেছে সেগুলি হল- মিশর, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, তুরস্ক এবং কলাম্বিয়া। এদিকে আবার চীন, স্পেন, তুরস্কের মতো ধনী দেশগুলোতে সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে অবস্থা খুবই খারাপ।

এদিকে সম্পর্ক ভাঙার নিরিখে সব চেয়ে এগিয়ে পর্তুগাল। পরিসংখ্যান বলছে সে দেশে ৩৪ শতাংশ মানুষ ডিভোর্সের পথ বেছে নিয়েছেন।

এমজে