আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের রূপান্তরিত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটির নাম হবে ঘূর্ণিঝড় ‘মোখা’।

শুক্রবার ভারতের আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। যদিও এখনো ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়নি। তবুও এর আভাস দিয়ে ইতোমধ্যে দেশটির ৪ রাজ্যে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

রাজ্যগুলোর মধ্যে রয়েছে─ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ।

অধিদপ্তর বলছে, লঘুচাপের প্রভাবে ওই একই এলাকায় ৭ মে একটি নিম্নচাপ তৈরি হবে। তারও পর সেটি ৮মে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তবেই সেটির নাম হবে ‘মোখা’।

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। তার জেরে প্রবল বৃষ্টিও হতে পারে। ‘মোখা’ আছড়ে না পড়লেও তার জেরে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তাই এই রাজ্যগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।


এমএ