ভূমিকম্পে কাঁপল ভারতও
মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার (৫ মে) বাংলাদেশের স্থানীয় সময় সকাল ৫টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, বাংলাদেশ ও ভারতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪ দশমিক ৯।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঢাকা পোস্টকে বলেন, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে।
এসএস/জেডএস