বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হলেন অজয় বাঙ্গা
বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ডের সাবেক প্রধান অজয় বাঙ্গা। তাকে এ পদের জন্য মনোনিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেন।
বুধবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বব্যাংক।
বিজ্ঞাপন
অজয় বাঙ্গা প্রথম ভারতীয়-আমেরিকান নাগরিক যিনি বিশ্বব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করবেন। অজয় বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাসের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের জন্য আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও অজয় তার কর্মজীবন শুরু করেছিলেন নিজ মাতৃভূমি ভারতে। তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা। অজয় মাস্টারকার্ডে যোগ দেওয়ার আগে নেসলে এবং সিটিগ্রুপে কাজ করেন। মাস্টারকার্ডে এক যুগেরও বেশি সময় কাজ করেছেন তিনি।
অজয় বাঙ্গাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর ব্যাংকটির নির্বাহী পরিচালকেরা একটি বিবৃতিতে বলেছেন, তারা তার সঙ্গে ‘উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিশ্বব্যাংকের লক্ষ্য এবং প্রচেষ্টা’ নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন।
বিশ্বব্যাংকের সবচেয়ে বড় অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ফলে তারাই ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনের কাজটি করে থাকে। তবে এ বিষয়টি নিয়ে অনেক দেশেরই আপত্তি রয়েছে।
এদিকে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা এমন সময় প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন যখন জলবায়ু পরিবর্তন নিয়ে আরও বেশি কাজ করতে বিশ্বের অন্যান্য দেশগুলো ব্যাংকটির ওপর চাপ প্রয়োগ করছে।
দেশগুলো দাবি করেছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে যেন প্রতি বছর ১০০ বিলিয়ন বা তারও বেশি ডলার ঋণ দেওয়া হয়।
এছাড়া করোনা মহামারির কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অনেক দেশ। এসব দেশে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। এছাড়া দেশগুলোর ওপর ঋণের ভার আরও বৃদ্ধি পেয়েছে।
নতুন প্রেসিডেন্ট হিসেবে অজয় বাঙ্গাকে এগুলোর সব কিছুই দেখতে হবে।
সূত্র: বিবিসি
এমটিআই