মস্কোর মেয়র সের্গেই সোবিয়ামিন, ছবি : আরটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ও বাসভবন ক্রেমলিনে ড্রোন হামলার পর রাজধানী মস্কোর আকাশে যাবতীয় অননুমোদিত ড্রোন নিষিদ্ধ করেছে রাজধানী কর্তৃপক্ষ। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ামিন বুধবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে সোবিয়ামিন বলেন, ‘রাজধানীতে অননুমোদিত ড্রোন ব্যবহার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। কেউ যদি নগর কর্তৃপক্ষের আদেশ অমান্য করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার রাতে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ক্রেমলিনকে লক্ষ্য করে দুটি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। তবে রুশ সামরিক বাহিনী ও ক্রেমলিন স্পেশাল সার্ভিস ঠিক সময়ে রাডার ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করে ড্রোন দু’টি ধ্বংস করে দিতে সক্ষম হয়।

কৃষ্ণসাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে দ্বন্দ্বের জেরে ২০২২ সালের ২৬ জানুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। জবাবে ইউক্রেনীয় বাহিনীয় পশ্চিমা দেশগুলোর সহায়তা নিয়ে প্রতিহত করা শুরু করে রুশ সেনাদের।

এর আগে ক্রিমিয়া ও রাশিয়া-ইউক্রেন সীমান্তবর্তী কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এই প্রথম রাজধানী মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটল।

সূত্র : আরটি

এসএমডব্লিউ