তালিবানদের নিয়ে কী করা যায়? কাতারে শুরু হচ্ছে আলোচনা
তালিবান ইস্যু এবং আফগানিস্তানের নারীদের কাজে ও স্কুলে যেতে বাধা দেওয়া নিয়ে কাতারে একটি বৈঠক আয়োজন করছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে দুই দিনের এই আলোচনায় প্রায় ২৫টি দেশ ও গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং পাকিস্তানের রাষ্ট্রদূতরা থাকবেন।
বিজ্ঞাপন
তালেবান সরকারকে অবশ্য এ আলোচনার আমন্ত্রণ জানানো হয়নি এবং বৈঠকের আগে তালিবান সরকারের স্বীকৃতির প্রশ্নটি বড় আকার ধারণ করেছে।
২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফিরে আসা শাসকদের স্বীকৃতি দেওয়ার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করতে আফগান নারীদের একটি ছোট দল কাবুলে প্রতিবাদ মিছিল করেছে।
জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলেছে যে তালিবানদের স্বীকৃতির বিষয়টি এজেন্ডায় নেই।
তবে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদের একটি বক্তব্য ঘিরে তালিবানকে স্বীকৃতি দেওয়া নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো।
জাতিসংঘ বলেছে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনো দেশই তালেবান প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেনি এবং জাতিসংঘের সদস্যপদ কেবলমাত্র জাতিসংঘের সাধারণ পরিষদই নির্ধারণ করতে পারে।
এএফপি।
এনএফ