সুদানের সামরিক বাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে সংঘর্ষ চলছে। এরইমধ্যে এ সংঘর্ষে প্রাণ গেছে ৫২৮ জনের। 

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। তারা আরও জানিয়েছে আহতের সংখ্যা ৪৫০০ ছাড়িয়েছে। তবে এসব সংখ্যা আসলে আরও বেশি বলে মনে করেন অনেকে।  

আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও খার্তুমে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ থেকে শুরু করে সব জায়গাতেই গোলাগুলি চলেছে।   

সুদান থেকে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের এরইমধ্যে সরিয়ে নেওয়া শুরু করেছে। আবার বহু মানুষ চাদ, মিশর, দক্ষিণ সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশগুলোতে আশ্রয় নিয়েছেন।

উদ্ধারকারীরা বলছে, খার্তুম থেকে নিরাপদে বের হওয়াটা সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে। পোর্ট সুদানে অপেক্ষা করছে উদ্ধারকারী জলযানগুলো। তবে সেখানে পৌঁছানোর পর অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আকাশ পথে উদ্ধারের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে। কয়েকদিন আগে একটি তুর্কি উদ্ধারকারী বিমান হামলার শিকার হয়।  

এখনও যারা সুদান ছাড়তে পারেননি তারা রয়েছেন ভীষণ মুশকিলে। আর তার মধ্যেই যুদ্ধবিরতি উপেক্ষা করে চলছে সংঘর্ষ। 

এনএফ