সম্বলপুরী শাড়ি পরে ৪২.৫ কিমি ম্যারাথন দৌড়ালেন মধুস্মিতা জেনা নামের এক নারী। তার এই দূরত্ব পাড়ি দিতে সময় লেগেছে ৪ ঘণ্টা ৫০ মিনিট। রোববার ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে এ দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

টুইটারে ৪১ বছর বয়সী মধুস্মিতা তার ম্যারাথন দৌড়ের ছবি শেয়ার করেন। পরে সেটি ভাইরাল হয়ে যায়। 

ম্যানচেস্টার ম্যারাথনে সম্বলপুরী শাড়িতে মধুস্মিতার দৌড় মুগ্ধ করেছে সবাইকে। দেশজ সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরায় অভিনন্দন জানানো হয়েছে তাকে। 

প্রসঙ্গত ওড়িশার সম্বলপুর প্রদেশের শাড়ি গত কয়েকশ বছর ধরে আসীন সেরার জায়গায়।

এর আগেও বহু ম্যারাথনে অংশ নিয়েছেন মধুস্মিতা। তার কীর্তিতে গর্বিত ওড়িশার মানুষজন। ভারতের অন্যান্য প্রদেশের বাসিন্দারাও অভিভূত তার এই অভিনব পোশাক নির্বাচনে।

শাড়ি পরে ম্যারাথন দৌড়নো যে কত কঠিন, সেই প্রসঙ্গও উঠে এসেছে নেটিজেনদের কমেন্টে। নেটিজেনদের আশা, একদিন শাড়ি পরে অন্যান্য ক্রীড়াক্ষেত্রেও দেখা যাবে ভারতীয় নারীদের।

জানা যায়, ওড়িশার কেন্দ্রাপাড়ার মেয়ে মধুস্মিতা বর্তমানে ম্যানচেস্টারের একটি স্কুলের শিক্ষিকা। এর আগে শাড়ি পরে অংশগ্রহণকারীদের দেখা গিয়েছে কলকাতা ও পুণের রাজপথে।

কিন্তু ব্রিটেনের ম্যারাথনে শাড়ি পরে অংশ নেওয়া খুবই বিরল। সংবাদমাধ্যমকে মধুস্মিতা জানিয়েছেন, তিনি যে পোশাকে স্বচ্ছন্দ তাতেই দৌড়তে অভ্যস্ত।

এমএ