সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত দুই বাহিনী
টানা তিন দিন লড়াইয়ের পর ২৪ ঘণ্টা (এক দিন) যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছে সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।
সুদানের স্থানীয় সময় মঙ্গলবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মধ্যস্থতায় মানবিক দিক বিবেচনা করে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মিলিশিয়া আরএসএফ।
যুদ্ধবিরতির ঘোষণা প্রথমে আসে আরএসএফের পক্ষ থেকেই। মিলিশিয়া বাহিনীর প্রধান মোহাম্মেদ হামদান দাগালো জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আলোচনা করেছেন। এতে যুদ্ধবিরতির বিষয়টি ছিল।
তবে সেনাবাহিনী জানায়, তারা যুদ্ধবিরতি সম্পর্কে কিছু জানে না। এমনকি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, যুদ্ধবিরতির আড়ালে নিজেদের সংঘটিত করবে আরএসএফ। কিন্তু পরবর্তীতে জেনারেল শামস এল দিন কাব্বাসি নামের এক জেনারেল সংবাদমাধ্যম আল-আরাবিয়া টিভিকে জানান, সেনাবাহিনী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
আল-আরাবিয়ার সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল শামস জানান, আরএসএফকে সহায়তা করার চেষ্টা করছে সুদানের পার্শ্ববর্তী দু’টি দেশ। তবে দেশগুলোর নাম নেননি তিনি।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমের বেশিরভাগ অঞ্চল এখন শান্ত রয়েছে। তবে মঙ্গলবারও প্রেসিডেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে সংঘর্ষ হয়েছে।
২৪ ঘণ্টার এ যুদ্ধবিরতি মূলত ঘোষণা করা হয়েছে, সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য।
এদিকে গত শনিবার থেকে শুরু হওয়া দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত ১৮৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ।
প্যারামিলিটারি আরএসএফকে ২ বছরের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা নিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সূত্র: আলজাজিরা, আল-আরাবিয়া
এমটিআই