কবরস্থানে নড়ে উঠল শিশু!
জন্মের ২০ মিনিট পরেই মারা গেছে...ডেথ সার্টিফিকেটে এমন তথ্য দিয়ে সদ্য ভূমিষ্ঠ এক শিশুকে তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। তবে শিশুটিকে যখন কবরস্থ করতে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখনই নড়ে ওঠে সে। এরপর তড়িঘড়ি করে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে পরবর্তীতে শিশুটি সত্যিই মারা যায়।
এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মোদিনীপুর জেলায়। রোববার (৯ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঘাটাল হাসপাতালে পুত্র শিশুর জন্ম দেন এক মা। এরপর বিকাল ৫টার দিকে শিশুটির পরিবারকে জানানো হয় জন্মের ২০ মিনিট পরই তার মৃত্যু হয়েছে। এরপর রাতে শিশুটিকে হাসপাতাল থেকে বাড়িতে এবং পরবর্তীতে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নড়ে ওঠে সে।
এ ঘটনায় শিশুটির বাবা আলী আহমেদ খান সংশ্লিষ্ট চিকিৎসকের বিচার দাবি করেছেন। তিনি বলেছেন, তার ছেলে বিনা চিকিৎসায় মারা গেছে। এ বিষয়ে সুষ্ঠু বিচার পেতে মুখ্যমন্ত্রী মমতা মুখার্জির সঙ্গে দেখা করতে চেয়েছেন তিনি।
অভিযুক্ত ঘাটাল হাসপাতালের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে দেখা করেছেন আলী আহমেদ। এছাড়া সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতাও এ সময় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ঘাটাল হাসপাতাল কর্তৃপক্ষ এবং রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদাভাবে তদন্ত করবে। এতে কোনো চিকিৎসকের গাফিলতি ধরা পড়লে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উচ্চপদস্থরা।
সূত্র: আনন্দ বাজার
এমটিআই