মোবাইলের মেমোরি চিপের উৎপাদন কমাচ্ছে স্যামসাং
বিশ্বের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন এবং ফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং ইলেকট্রনিক্স লিমিটেড মোবাইলের মেমোরি চিপ তৈরি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করার ঘোষণা দিয়েছে।
এই পণ্যটি থেকে মুনাফা কমে যাওয়াই এ সিদ্ধান্তের মূল কারণ। দক্ষিণ কোরিয়াভিত্তিক এই কোম্পানিটির কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ২০২১ সালে মোবাইল মেমোরি চিপ থেকে কোম্পানির মুনাফা ছিল ১৪ ট্রিলিয়ন ওউন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা)। তার মাত্র এক বছরের মধ্যে, অর্থাৎ ২০২২ সালে মুনাফার হার নেমে পৌঁছায় ৬০০ বিলিয়ন ওউনে। শতকরা হিসেবে এক বছরে মোবাইলের মেমোরি চিপ বাবদ স্যাংসাংয়ের লোকসান হয়েছে ৯৬ শতাংশ।
বিজ্ঞাপন
শুক্রবার এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ‘কিছু যৌক্তিক কারণে আমরা মোবাইলের মেমোরি চিপ উৎপাদন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের পূর্ববর্তী অর্ডারগুলো সরবহরাহ করার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।’
বাজার বিশ্লেষকদের মতে, করোনা মহামারির প্রথম দুই বছর বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন-কোয়ারেন্টাইনের মতো কঠোর বিধি জারি থাকার সময় অন্যান্য ইলেকট্রনিক পণ্যের মতো মোবাইলের মেমোরি চিপের চাহিদাও ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে বিভিন্ন দেশ বিধিনিষেধ শিথিল করার পর থেকে ধীরে ধীরে মাহামারিপূর্ব জীবনে ফিরে আসছে মানুষ; আর তার সঙ্গে তাল রেখে ইলেকট্রনিক পণ্যের বাজারেও ‘স্বাভাবিক অবস্থা’ ফিরে আসছে।
যুক্তরাজ্যভিত্তিক ম্যানেজমেন্ট কনসাল্টেন্সি প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানির বিশ্লেষক পিটার হ্যানবুরি বিবিসিকে বলেন, ‘স্যামসাংয়ের মতো একটি জায়ান্ট কোম্পানি যদি মেমোরি চিপ উৎপাদন কমিয়ে দেয়, সেক্ষেত্রে বাজারে তার একটা ধাক্কা লাগা খুবই স্বাভাবিক এবং তা ঘটবেও।’
‘তবে একই সঙ্গে এটা মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বাজারে নিজের অবস্থান শক্ত করার একটি সুযোগ। তারা যদি উৎপাদন বাড়ায় এবং নিজেদের পণ্যের মান উন্নয়ন করে— সেক্ষেত্রে তারা লাভবান হবে; কারণ বর্তমানে অর্থনীতির মন্দাভাবের কারণে চাহিদা খানিকটা কমলেও বাজারের কোনো গুণগত পরিবর্তন এখনও হয়নি।’
এসএমডব্লিউ