ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) এক পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। বুধবার (১৭ মার্চ) সকালে ভারতের মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আইএএফ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে একটি মিগ-২১ যুদ্ধবিমান নিয়ে উড্ডয়নের সময় বুধবার সকালে ভারতের মধ্যাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমটির ভাষ্যমতে, আকাশে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ভারতের মধ্যাঞ্চল বা সেন্ট্রাল ইন্ডিয়া বলতে নির্দিষ্ট কোনো এলাকাকে না বুঝিয়ে সাধারণত দেশটির মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় রাজ্যের বিস্তৃত এলাকাকে বোঝানো হয়।
— Indian Air Force (@IAF_MCC) March 17, 2021
পরে টুইটারে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি স্বীকার করে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। সেখানে বলা হয়, ‘মর্মান্তিক এক দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তাকে হারিয়েছে আইএএফ। আইএএফ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত পাইলটের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি
টিএম