গৌতম আদানি/ সংগৃহীত

মাত্র এক মাস আগেও বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ছিলেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। কিন্তু যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে ‘শেয়ার কারসাজির’ অভিযোগ করে প্রতিবেদন প্রকাশ করার পর দ্রুত পাল্টে যেতে থাকে পরিস্থিতি। আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক দরপতন হতে থাকে। আর সঙ্গে কমতে থাকে আদানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের গবেষণা প্রতিবেদন প্রকাশের প্রায় পরপরই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় নিচের দিকে নামতে থাকে আদানির নাম।

এখন মাত্র এক মাসের একটু বেশি সময়ের মধ্যে গৌতম আদানি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনীর স্থান থেকে নামতে নামতে ৩৮তম স্থানে দাঁড়িয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিলিওনিয়ারদের তথ্য রাখা মার্কিন সংবাদমাধ্যম ফোর্বসের বিলিওনিয়ার রিয়েল টাইম ট্রেকারের তথ্য অনুযায়ী ২৮ ফেব্রুয়ারিতে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪০০ কোটি ডলার (৩৩.৪ বিলিয়ন ডলার)।

হিন্ডেনবার্গের রিপোর্টের আগে ২৪ জানুয়ারি তার সম্পত্তির পরিমাণ ছিল ১ লাখ ১৯ হাজার কোটি ডলার (১১৯ বিলিয়ন ডলার)। মানে মাত্র ৩৪ দিনের মধ্যে ৮৮ হাজার কোটি ডলার খুইয়েছেন আদানি সাম্রাজের কর্ণধার গৌতম আদানি।

অবশ্য বিলিওনিয়রদের তথ্য রাখা আরেক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে আদানি বিশ্বের ধনীদের মধ্যে ৩০তম অবস্থানে আছেন। তারা মূলত আদানি গ্রুপে থাকা গৌতম আদানির কিছু অর্থের হিসাব করে তালিকা তৈরি করেছে।

গৌতম আদানি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তার আদানি গ্রুপও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সব মিলিয়ে আদানি ও তার গ্রুপ ১ লাখ ৫০ হাজার কোটি ডলার (১৫০ বিলিয়ন) খুইয়েছে।

ভারতের অপর ধনকুবের মুকেশ আম্বানির অবস্থা ভালোই আছে। বর্তমানে ৮৪ হাজার ৩০০ কোটি ডলারের মালিক হয়ে ফোর্বসের বিলিওনিয়ার তালিকার অষ্টম স্থানে আছেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমটিআই