সুয়েজ খালের রেকর্ড ৫৯৪ মিলিয়ন ডলার আয়
মিশরের সুয়েজ খাল ২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড ১৮ দশমিক ২ বিলিয়ন মিশরীয় পাউন্ড অর্থাৎ ৫৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। আগের মাস নভেম্বরে আয়ের এ অংক ছিল ১৭ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড।
সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওসামা রাবি জানিয়েছেন, এ ধারাবাহিকতায় আগামী বছরের জন্য আয়ের লক্ষ্যমাত্রা আরেকটু বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
খালটি মিশরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার একটি উৎস। তবে গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট সংকটের কারণে পণ্য আমদানি-রপ্তানিতে কিছুটা জটিলতা সৃষ্টি হয়।
ওসামা রাবি বলেন, ২০২২ সালে প্রতিদিন গড়ে ৯৩টি জাহাজ ১ দশমিক ৪১ বিলিয়ন টন মালামাল বহন করে গুরুত্বপূর্ণ এ জলপথ অতিক্রম করেছে।
তবে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যেও খালটির আয় বেশ আশাব্যঞ্জক বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : আরব নিউজ
জেডএস