রাশিয়ার ভেতর হামলা চালাতে চায় কিছু দেশ, যা বললেন ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কয়েকটি দেশ চায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ভেতর যেন হামলা চালানো হয়। তবে ফ্রান্স এটির পক্ষে না বলে পরিষ্কার করে জানিয়েছেন তিনি। উল্টো যেসব দেশ এ ধরনের চিন্তা-ভাবনা করে সেসব দেশের সমালোচনা করেছেন তিনি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ফরাসি পত্রিকা ল জার্নাল দ্যু দিমাঁখের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন, তার চাওয়া ইউক্রেনে পরাজিত হোক রাশিয়া। কিন্তু তিনি চান না এ পরাজয়ে রাশিয়া ‘বিপর্যস্ত’ হয়ে যাক।
বিজ্ঞাপন
এ ব্যাপারে ম্যাঁক্রো বলেছেন, ‘আমি মনে করি না, যেমনটা অনেকে (দেশ) মনে করে, যে রাশিয়াকে পুরোপুরি হারানোর লক্ষ্য ঠিক করে রাশিয়ার ভেতর হামলা চালানো উচিত আমাদের।’
‘তারা চায় রাশিয়াকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে, ফ্রান্স কখনো রাশিয়ার ভেতর হামলা চালানোর অবস্থানে ছিল না এবং থাকবেও না।’
এদিকে শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা কাউন্সিলে ম্যাক্রোঁ জানান, রাশিয়ার সঙ্গে এখন আলোচনা করার সময় না। তবে তিনি জানিয়েছেন, সবশেষে আলোচনার টেবিলেই সবকিছুর সমাধান করতে হবে। তবে রাশিয়াকে আলোচনার টেবিলে আনার একমাত্র উপায় হলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়াকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া।
এছাড়া রাশিয়ার সরকার পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বিশ্বের যেখানেই সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়েছে সেখানেই ‘এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
ম্যাক্রোঁ অবশ্য আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান হওয়ার কথা বললেও এখন আলোচনার কোনো আলামত পাওয়া যাচ্ছে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো বৈঠক করবেন না। কারণ পুতিনকে বিশ্বাস করা যায় না।
সূত্র: বিবিসি
এমটিআই