করোনাভাইরাস মহামারির দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের আরও ২০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রের মুখোমুখি হতে পারেন বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটি বলছে, করোনার প্রভাবে সেই সময় বিশ্বে চরম দরিদ্র মানুষের সংখ্যা একশ কোটি ছাড়িয়ে যাবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির নতুন এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

জাতিসংঘের এই গবেষণায় করোনাভাইরাস মহামারি পরবর্তী আগামী দশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের ওপর বহুমাত্রিক প্রভাবগুলো কেমন হতে পারে সেসবের মূল্যায়ন করা হয়েছে।

ইউনিভার্সিটি অব ডেনভারের পার্ডি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফিউচার এবং ইউএনডিপির দীর্ঘদিনের অংশীদারিত্বের অংশ হিসেবে এই গবেষণা পরিচালনা করা হয়।

করোনাভাইরাস মহামারির দীর্ঘমেয়াদী তীব্র প্রভাব বিশ্বের অতিরিক্ত ২০ কোটি ৭০ লাখ মানুষকে চরম দরিদ্রের মধ্যে ঠেলে দিতে পারে। করোনা মহামারির প্রভাবের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে চরম দরিদ্র মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

করোনায় বর্তমান মৃত্যু হার এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী- করোনাভাইরাস মহামারি পূর্ববতী বৈশ্বিক উন্নয়নের ধারার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে ইউএনডিপি বলছে, আগামী ২০৩০ সালের মধ্যে বিশ্বের ২০ কোটিরও বেশি মানুষ চরম দারিদ্রের মধ্যে দিনাতিপাত করবেন।

করোনা মহামারির সর্বোচ্চ ক্ষতির দৃশ্যে ইউএনডিপি বলছে, করোনার কারণে অর্থনৈতিক যে সঙ্কট তৈরি হয়েছে তা আগামী ১০ বছরেও কাটিয়ে ওঠা যাবে না।

পরবর্তী দশকে সামাজিক সুরক্ষা অথবা সামাজিক কল্যাণ কর্মসূচি, সুশাসন, ডিজিটালাইজেশন এবং সবুজ অর্থনীতিও চরম দারিদ্রের হার বৃদ্ধিকে ঠেকিয়ে রাখতে পারবে না বলে জাতিসংঘের এই গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেছেন, আমাদের এক দশকের কার্যক্রমের বিনিয়োগের সুযোগ তৈরি করেছে এই মহামারি; যা শুধুমাত্র কোভিড-১৯ থেকে মানুষকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে না বরং মানুষের উন্নয়ন এবং অধিক ন্যায্যতার পথ পুনরায় তৈরি করবে।

সূত্র : এএফপি, এপি।

এসএস